যুক্ত রাষ্ট্রের সুপরিচিত শহর উটাহর তুষার, “পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তুষার” হিসাবে পরিচিত। কিন্তু সঙ্কুচিত গ্রেট সল্ট লেকের উন্মুক্ত তলদেশ থেকে ধূলিকণার কারণে এই তুষার নোংরা হয়ে যাচ্ছে এবং দ্রুত গলে যাচ্ছে। গবেষকরা দেখেছেন ২০২২ সালে সল্ট লেক সিটির উপরে ওয়াস্যাচ পর্বতমালার তুষারে সবচেয়ে বেশি পরিমাণে ধূলিকণা জমা হয়েছে৷ এই ধূলিকণা জমার কারণে তুষার ১৭ দিন আগে গলে যাবে। সময়ের আগে এবং দ্রুত তুষার গলার জন্য ১২ লক্ষ মানুষের জল সরবরাহ এবং জীবনযাত্রার পরিবর্তন ঘটবে ও বাস্তুতন্ত্রের ওপর এর প্রভাব পড়বে।
বরফ, শুষ্ক অঞ্চলে প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করে এবং সল্টলেক সিটির পৌরসভার জলের একটি উল্লেখযোগ্য অংশ হল ওয়াসাচ পর্বতমালার তুষার গলা জল। কিন্তু, বর্তমানে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে যে সরঞ্জাম ব্যবহার হয় সেগুলো ধূলিকণার প্রভাব বিবেচনা করে না। বিবেচনা করে না কীভাবে সূর্যালোক শোষণ করে এই ধূলিকণা তুষার গলনকে ত্বরান্বিত করে। তাই সঠিক ভবিষ্যদ্বাণীর অভাবে ঠিকভাবে জল ব্যবহার করা সম্ভব হয় না।তুষার জলবিদ ম্যাককেঞ্জি স্কাইলস এবং তার সহকর্মী ২০২২ সালে গ্রেট সল্ট লেকের নিম্ন জলস্তর ও ধুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখার চেষ্টা করেছিলেন।
আলতা স্কি রিসোর্টের কাছে সংগ্রহ করা তুষার নমুনার মাধ্যমে ২০২২ সালে, গবেষকের দল আবিষ্কার করেন যে ধুলোর প্রধান উৎস হল ঝড় এবং এই ধুলোর উৎস বিশ্লেষণ করে দেখা গেছে যে গ্রেট সল্ট লেক মোট ধূলিকণার প্রায় এক চতুর্থাংশের জন্য দায়ী। প্যাট্রিক বেলমন্ট, লোগানের উটাহ স্টেট ইউনিভার্সিটির এক হাইড্রোলজিস্টের মতে ভবিষ্যতে উটাহর পরিবেশ আরো শুষ্ক হয়ে যেতে পারে।সময়ের সাথে সাথে গ্রেট সল্ট লেক সঙ্কুচিত হয় পড়ছে এবং পাহাড়ের বরফে জমা ধুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গ্রীষ্মের সময় হ্রদটি পুনরায় পূরণ করার জন্য জল কম থাকে, যার ফলে উপকূলরেখা ধীরে ধীরে সরে যাওয়ার সাথে সাথে ধুলোর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।