সাদা গন্ডার পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগেই তাকে ধরে রাখতে আসলে নেমেছেন বিজ্ঞানীরা। বিশ্বে এখন আফ্রিকান সাদা জীবিত সাদা গন্ডারের সংখ্যা মাত্র দুই। দুটিই স্ত্রী গন্ডার। সম্পর্কে তারা মা ও মেয়ে। ফাতু ও তার মা নাজিন। ওদের বাসস্থান কেনিয়ার ওল পেজেতা সংরক্ষিত বনাঞ্চল। ওই সাদা গন্ডারের প্রজাতি সংরক্ষণে অভিনব পদ্ধতির সাহায্য নিয়েছেন বিজ্ঞানীরা।
গত মাসেই ফাতুর শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হয়েছে ইতালির একটি গবেষণাগারে। সেখানে সংরক্ষিত রয়েছে একই প্রজাতির দুটি পুরুষ সাদা গন্ডারের শুক্রাণু। দুটি মৃত গন্ডারের শরীর থেকে তা সংগ্রহ করা হয়েছিল। ওল পেজেতা সংরক্ষিত বনাঞ্চলের ডিরেক্টর রিচার্ড ভিগনে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গবেষণাগারে ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে নিষেক হয়ে যাওয়ার পর সেই ভ্রুনটিকে অন্য সাদা প্রজাতির স্ত্রী গন্ডারের গর্ভে স্থাপন করা হবে। উচ্চ ঝুঁকি থাকা সত্তেও ভিগনে এই পরীক্ষার সাফল্য সম্পর্কে আশাবাদী।