বাড়ি তৈরির সময় বালি চালার শব্দে কিংবা ব্ল্যাকবোর্ডে নখ ঘষলে একটা তীব্র অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় কেউ কেউ। যেন মনে হবে, নিজের দাঁতের ফাঁকে বালি কিংবা চকের গুঁড়ো চিবোচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে এমন জোরালো প্রতিক্রিয়া সাধারণ নিরীহ শব্দেও সৃষ্টি হতে পারে। এই বিশেষ সংবেদনশীলতাকে মিসোফোনিয়া বলে।
এতদিন মনে করা হত বিষয়টা বিরল। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের গবেষকদের একটা সমীক্ষায় উঠে আসছে, মিসোফোনিয়ার ঘটনা অনেক বেশি ঘটে। যেসব শব্দ থেকে এই অস্বস্তিকর সমস্যার মুখোমুখি হতে হয়, তার মধ্যে চিবোনোর শব্দ, গবগব করে খাওয়ার আওয়াজ, নাক ডাকার শব্দ, এমনকি শ্বাসপ্রশ্বাসের শব্দও রয়েছে। অল্পস্বল্প বিরক্তি থেকে শুরু করে রাগারাগি অবধি হতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জেন গ্রেগরি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর কথায়, সমস্যাটা কতটা জটিল আর সার্বজনীন সেটা আমাদের সমীক্ষায় উঠে এসেছে। তিনি বলছেন, মিসোফোনিয়া শুধুমাত্র ওই বিশেষ শব্দে বিরক্ত হওয়া নয়, বরং ওই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া যেখানে এড়িয়ে যাওয়া যায় না।