কম্পিউটেড টমোগ্রাফি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, পজিট্রন এমিশন টোমোগ্রাফি এবং আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিং পদ্ধতি আজ চিকিৎসা জগতে অপরিহার্য হয়ে উঠেছে। প্রতিটি পদ্ধতি শুধুমাত্র মানুষের অভ্যন্তরীণ অঙ্গকে প্রকাশ করে তাই নয় মানবদেহে ত্রুটি বা কার্যকরী প্রক্রিয়া সম্পর্কে চিকিত্সকদের সিদ্ধান্ত নিতে সাহায্যে করে। জুলিয়াস-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভারসিট্যাট-ওয়াটসবার্গ (JMU)-এর পদার্থবিজ্ঞানী এবং চিকিৎসকদের একটি দল আরেকটি বিকিরণ-মুক্ত ইমেজিং প্রযুক্তি তৈরি করতে সফল হয়েছেন যার নাম: ম্যাগনেটিক পার্টিকেল ইমেজিং (এমপিআই)। তারা যে পোর্টেবল স্ক্যানার তৈরি করেছে সেটি বিভিন্ন জিনিসের সঙ্গে মানবদেহে গতিশীল প্রক্রিয়া যেমন রক্ত প্রবাহকে দেখতে সাহায্যে করে।এই স্ক্যানারটি এতোই ছোটো এবং হালকা যে এটিকে যে কোনো জায়গায় বয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
ম্যাগনেটিক পার্টিকেল ইমেজিং-এ চৌম্বকীয় ন্যানো পার্টিকেলগুলো সরাসরি ঠাহর করা যায়। এই জাতীয় ন্যানো পার্টিকেল মানবদেহে প্রাকৃতিকভাবে উপস্থিতি থাকে না তাই চিহ্নিতকারী বা মার্কার হিসাবে শরীরে প্রয়োগ করা হয়। পজিট্রন নির্গমন টমোগ্রাফির ক্ষেত্রে যেমন মার্কার হিসাবে তেজস্ক্রিয় পদার্থের প্রয়োগ করা হয় এবং তার থেকে গামা রশ্মি চিহ্নিত করা হয়, কিন্তু এমপিআই পদ্ধতিটি সময়ের সাথে সাথে পরিবর্তিত চৌম্বকীয় ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে চৌম্বকীয় ন্যানো পার্টিকেলের প্রতিক্রিয়া সংকেতের উপর নির্ভর করে। এই প্রক্রিয়ায়, ন্যানো পার্টিকেলগুলোর চৌম্বককরণ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে চালনা করা হয়, যার ফলে কেবল তাদের উপস্থিতি নয়, মানবদেহে তাদের অবস্থানও সনাক্ত করা যায়।