মহাবিশ্বের বিস্ফোরণ, সংঘর্ষ এবং অন্যান্য বিরামহীন ঘটনার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা একটি নিরবিচ্ছিন্ন তরঙ্গের আভাস পেয়েছেন যা মহাবিশ্বের মধ্য দিয়ে ক্রমাগত তরঙ্গায়িত হচ্ছে। এক দশকেরও বেশি সময় অনুসন্ধানের পরে, বিজ্ঞানীরা অবশেষে তার হদিশ পেয়েছেন। বিশ্বজুড়ে গবেষকদের বেশ কয়েকটি দল ২৮-শে জুন এই মহাকর্ষীয় তরঙ্গের প্রথম স্পষ্ট প্রমাণের প্রতিবেদন দিয়েছেন যা আগের মহাকর্ষীয় তরঙ্গের তুলনায় বিস্ময়করভাবে অনেক দীর্ঘ। তাদের সম্ভাব্য উৎস হল মহাকাশের অসংখ্য বিশাল ব্ল্যাক হোলের জোড়া, যা একে অপরকে প্রদক্ষিণ করে চলেছে। মহাকর্ষীয় তরঙ্গ ত্বরণশীল, বিশাল বস্তু দ্বারা সৃষ্ট। এই তরঙ্গ মহাবিশ্বের মধ্য দিয়ে ঘোরার ফলে অনেক ক্ষেত্রে যা সূচিত রয়েছে সেখানে বিঘ্ন ঘটে। ২০১৫ সালে, অ্যাডভান্সড লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি, বা LIGO সহ বিজ্ঞানীরা প্রথমবার মহাকর্ষীয় তরঙ্গ সনাক্ত করেছিলেন (SN: 2/11/16)। এই তরঙ্গ তুলনামূলকভাবে ছোটো ব্ল্যাক হোলের একত্রিত হওয়ার কারণে উৎপন্ন হয়েছিল, কিন্তু এই ব্ল্যাক হোল মহাকাশের কেন্দ্রে লুকিয়ে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন (SN: 2/11/16)।
যদি এই ধারণা সঠিক হয়, তাহলে এর থেকে প্রথম প্রমাণ পাওয়া যাবে যে এই দৈত্যাকার ব্ল্যাক হোলের জোড়া, যার ভর সূর্যের থেকে বিলিয়ন গুণ বেশি, একত্রিত হতে পারে। ইয়েল ইউনিভার্সিটির আসট্রোফিজিসিস্ট মেগ উরি বলেছেন, মহাকর্ষীয় তরঙ্গ যদি সত্যি থাকে এবং যদি তারা সত্যিই এই বিশাল ব্ল্যাক হোল জোড়ার ইঙ্গিত দেয়, তাহলে এটা বিস্ময়কর ঘটনা কারণ সবচেয়ে বড়ো ব্ল্যাক হোলের সম্পর্কে অনেক কিছুই আজও অজানা ।