বিবর্তনের সুবাদে কোনও কোনও প্রাণী বিশেষ বাস্তুতন্ত্রে বিশেষভাবে অভিযোজিত হয়। কিন্তু তাদের জন্যেই বিলুপ্তির বিপদের ঘনঘটা বেশি। উদাহরণ হিসেবে বলা যায় কচ্ছপ বা কুমিরের কথা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় জোর দেওয়া হয়েছে প্রকৃতির কিছু কিছু আনোখা আজব প্রজাতির উপর। অবলুপ্তির কারণে বিশেষ প্রজাতির যেমন মৃত্যু হচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তারা, তেমনই গোটা বাস্তুতন্ত্রের উপরেই তার বিরূপ প্রভাব পড়ছে। বিরল প্রজাতির ক্ষেত্রেই সেই বিপদটাই কয়েকগুণ বেশি।
গবেষণার তথ্য বলছে, গোটা পৃথিবীর অর্ধেকের বেশি কচ্ছপ আর কুমিরের প্রজাতি বিপদের সম্মুখীন। গবেষকরা গুরুত্ব দিয়েছে সেইসব প্রজাতির উপর যাদের জীবনধারণের প্রক্রিয়া একেবারে আলাদা। গবেষণার ফলাফল বলছে, বাস্তুতন্ত্রে বিশেষ ভূমিকা রয়েছে যেসব প্রজাতির তাদেরই বিপদ বেশি। হয়তো দেখা যাবে, বিরল কোনও কচ্ছপের বর্গে কেবলমাত্র একটা প্রজাতিই ছিল। এই অনন্য প্রাণীদের জন্যে অবলুপ্তির বিপদটা আরও চওড়া।
অক্সফোর্ডের গবেষক অধ্যাপক রব সালগুয়েরো-গোমেজের মতে, বিপদটা সব প্রজাতির জন্য যে সমান নয় এটাই মূল আবিষ্কার।