সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে ওজোন স্তর। সেই প্রতিরক্ষা কবচ নষ্ট করে ক্লোরোফ্লুরোকার্বন। গত সপ্তাহে সোমবার বিজ্ঞানীরা মর্মান্তিক তথ্য প্রকাশ করেছেন। এই গ্যাসের পরিমাণ ক্রমশ বাড়ছে, রেকর্ড ভেঙেছে। যদিও সিএফসি-র মাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে অনেক বছর আগে থেকেই।
মন্ট্রিল প্রোটোকলের চুক্তি অনুযায়ী একাধিক সিএফসি গ্যাসের মাত্রার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাদের মধ্যে পাঁচটা গ্যাসের নির্গমন ২০১০ থেকে ২০২০ সাল অবধি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে ২০২০ সালের পর থেকে রেকর্ড ভেঙেই চলেছে ওই পাঁচটা সিএফসি।
প্রতিবেদনে যদিও খতিয়ে তদন্ত করা হয়নি এই অনভিপ্রেত মাত্রার কারণটা নিয়ে। বলা হয়েছে, হাইড্রোফ্লুরোকার্বন উৎপাদনের সময় লিকেজের কারণে এটা হয়ে থাকতে পারে।
যদিও কিছুদিন আগেই বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন, ওজোন স্তর ধীরে ধীরে ঠিক হচ্ছে। সেই আরোগ্যের ক্ষেত্রে এখনও বিপদসীমা পার করেনি এই সিএফসি। কিন্তু অন্য গ্যাসের তুলনায় পরিমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে বেশি ভূমিকা আছে এই গ্যাসের।