কুকুর এবার প্যারাট্রুপারও

কুকুর এবার প্যারাট্রুপারও

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ আগষ্ট, ২০২১
Default Alt Text

কোনও দুর্গম অঞ্চলে সেনাবাহিনী খুঁজে বেড়াচ্ছে জঙ্গিদের। কিন্তু ওই বাহিনির সঙ্গী হয় কে? থাকে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কিন্তু এমন যে সব দুর্গম অঞ্চল যেখানে যুদ্ধবিমান নামতে পারছে না? এত দিন সেক্ষেত্রে সেনা নামত প্যারাট্রুপিং করে। এবার সেনার সঙ্গে প্যারাট্রুপিং করে সেই দুর্গম জায়গায় নামবে কুকুরও! বিশেষ ধরনের প্যারাশুট তৈরি হচ্ছে রাশিয়ায়। তৈরি করছে একটি রুশ এভিয়েশন কোম্পানি। ইতিমধ্যে সোশ্যাল ওয়েবসাইটে কুকুরের প্যারাট্রুপিংয়ের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, যুদ্ধবিমানে সেনাবাহিনীর সঙ্গে প্রস্তুত সেনা কুকুরও। প্যারাশুটগুলোও বিশেষ ধরণের, সামনে তৈরি করা হয়েছে একটা বড় পকেট। তার মধ্যে বসবেন সারমেয়টি! তিনিও তার সেনা প্রভুর সঙ্গে স্কাই-ডাইভিং করে নামবেন মাটির ওপর! অদ্ভূত এক দৃশ্য হবে সেটি, কিন্তু বাস্তব। রুশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের প্যারাট্রুপিংয়ের ট্রেনিং দিচ্ছে নিয়মিত। টেকনো ডাইনামিকার তরফে জানানো হয়েছে, এই প্যারাশুটে কুকুর আর সেনার প্যারাট্রুপিংয়ের যে ট্রায়াল পর্ব চলছে তাতে কোনও কুকুরেরই এখনও কোনওরকম ক্ষতি হয়নি। আরও জানানো হয়েছে, ২০২১-এর শেষে এই বিশেষ প্যারাশুটের উদ্বোধন করার পরিকল্পনা। ‘আর্মি-২০২১’-এর ফোরামে উদ্বোধন হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *