বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ আগষ্ট, ২০২১
ভারতের দক্ষিণ-প্রান্তের ছবির মতো সাজানো গোছানো রাজ্য কেরালা। ‘ভগবানের সেই আপন দেশ’-এ সমুদ্র-সৈকত, পাহাড়, জঙ্গল মিলেমিশে একাকার; প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে সেখানে। আর এ বছর সেই সৌন্দর্য আরোই বাড়ছে একটি বিশেষ কারণে। Strobilanthes Kunthiana নামে ছোট্ট একধরনের নীল ফুল, যার পোশাকি নাম নীলাকুরিঞ্জি, এ বছর ঝাঁকে ঝাঁকে ফুটছে দীর্ঘ বারো বছর পর। নীলগিরি পাহাড়মালার নামে ‘নীল’ শব্দটাই নির্দেশ করে এই ফুলকে। কেরালা আর তামিলনাড়ুর দক্ষিণঘাট পাহাড়শ্রেণির মুখ্য এই আকর্ষণ এ বছর নীল গালিচার মতো ছেয়ে গিয়েছে ইদুক্কি-র শান্তানপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে দুঃখের ব্যাপার, কোভিড-১৯ জনিত কারণে এইসব এলাকায় বাইরে থেকে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ, তাই এই সৌন্দর্য দর্শন করা হবে না বাইরের মানুষদের।