একের পর এক ছোট ছোট ভূমিকম্প। গত কয়েক সপ্তাহ জুড়ে এটাই রুটিন দাঁড়িয়েছে আলাস্কার আগ্নেয়গিরির নিচে। এক শতাব্দী টানা ঘুমিয়ে থাকার পর এবার কি জেগে উঠেছে আলাস্কার টানাগা আগ্নেয়গিরি? অগ্ন্যুৎপাতের আগে এটা কি সম্ভাব্য সংকেত?
দ্য আলাস্কা ভোলক্যানো অবজারভেটরি ইতিমধ্যেই সতর্কতার মাত্রা বাড়িয়েছে। গত মঙ্গলবার প্রচণ্ড কম্পনের পর নড়েচড়ে বসেছে কতৃপক্ষ। ওই অবজারভেটরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভের হয়ে কাজ করছেন ভূতাত্ত্বিক জন পাওয়ার। ওনার অভিজ্ঞতায়, একটার পর একটা ভূমিকম্প হচ্ছে, কিছু সময় তো প্রতি মিনিটে হচ্ছে কম্পন। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা মোটেই ২.৭৫ ছাড়ায়নি। কিন্তু সংখ্যায় একশোর বেশি।
পাওয়ার বলছেন, নিশ্চিতভাবেই আগ্নেয়গিরির নিচে একটা তীব্র নড়াচড়া চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই সঠিকভাবে বলতে পারবে না অগ্ন্যুৎপাত হবে কি না। কিন্তু যা ঘটছে ওই এলাকায়, তাতে সম্ভাব্য বিপদের আঁচ করেই নিরাপত্তা আর সতর্কতা জোরদার করা হল।