মৃত্যুর পরেও কি জীবন কে অনুভব করা যায়? চেতনার অস্তিত্ব থাকে! হৃদস্পন্দন, রক্তপ্রবাহ থেমে যাওয়ার পর অন্তত কিছুক্ষন কী সক্রিয় থাকে মানব মস্তিষ্ক? সাম্প্রতিক একটি গবেষণা এই প্রশ্নকেই উস্কে দিয়েছে।
এমার্জেন্সি বিভাগে ৮৭ বছর বয়সী রোগীর ইইজি রেকর্ডিং চলছিল। সেইসময় হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়। ফলে হৃদস্পন্দন ও রক্তপ্রবাহ থেমে যাওয়ার আগে ও তার ঠিক পরের ৩০ সেকেণ্ড ঠিক কী কী ঘটনা ঘটে ইইজি যন্ত্রে তার খুঁটিনাটি রেকর্ড করা সম্ভব হয় চিকিৎসকদের পক্ষে।
মৃত্যু- মূহুর্তের ইইজি রেকর্ডিং খতিয়ে দেখে গবেষকরা জানতে পারেন, মৃত্যুর সময় নানা ধরণের তরঙ্গে আলোড়িত হয়েছিল ব্যক্তিটির মস্তিষ্ক। তার চোখে ভেসে উঠেছিল সেই সব তরঙ্গের আন্দোলন। ভেসে উঠেছিল মানবমস্তিস্কের বিশেষ ধরনের আলফা ও গামা রশ্মিগুলির ছবি। রেকর্ডিং খতিয়ে দেখে গব।জব্রলজষকদের ধারণা হৃদস্পন্দন ও রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রায় ৩০ সেকেন্ড সক্রিয় ছিল ঐ ব্যক্তির মস্তিষ্ক। সেই রেকর্ডিং এর সংশ্লিষ্ট গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ফ্রন্টিয়ার ইন এজিং নিউরোসায়েন্স’ এ প্রকাশিত হয়েছে।
গবেষকদের দাবি মৃত্যুর পরেও কিছুক্ষণ ঐ রোগীর মস্তিষ্কে আলফা ও গামা তরঙ্গের মতো যে তরঙ্গগুলি প্রবল আন্দোলন রেকর্ডিংয়ে ধরা পড়েছে সেই তরঙ্গগুলি চেতনারই দ্যোতক। তরঙ্গগুলি আসলে মস্তিস্কের স্মরণশক্তিকোষ গুলিও সজীব সক্রিয় থাকার প্রমাণ৷ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য এই গবেষণা মৃত রোগীর চেতনা কতক্ষণ জাগ্রত থাকতে পারে সে সম্পর্কে আরো গবেষণার দরজা খুলে দিল। মৃত্যুর পর দান করা অঙ্গ, তা মৃতদেহ থেকে কতক্ষণ পর্যন্ত তুলে নিয়ে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কেও হয়তো নতুন ভাবনা চিন্তার দিগন্ত খুলে দেবে।