বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ আগষ্ট, ২০২১
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী অন্ধ্র প্রদেশে ‘মিউকরমাইকোসিসে’ আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে চার হাজারের ওপর! মিউকরমাইকোসিস-কেই ডাকা হয় কালো ফাঙ্গাস নামে। সঠিক সংখ্যাটা আসলে ৪৫৯৭। অথচ গত সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ছিল ১৫১! ১৪জন মারা গিয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে ফেরার সংখ্যাটা ছিল ২২৫। আসলে ৮৮জন রোগীর সংখ্যাটা এক সপ্তাহে বেড়ে হয়েছে ৬৭৭! গত ২৪ ঘন্টায় বিশাখাপত্তনমের রিপোর্ট, একজন আক্রান্ত এবং দু’জন মৃত। চিত্তুর জেলা থেকেও পাওয়া গিয়েছে ৩জন রোগী আর একজনের মৃত্যুর খবর। এছাড়া অনন্তপুরমে ৩২, গুন্টুরে ২১, কাডাপ্পায় ১৬ এবং পুর্ব গোদাবরী জেলায় পাওয়া গিয়েছে ১৩জন রোগীর আক্রান্ত হওয়ার খবর। এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে এই অসুখে আক্রান্ত ২৫১০ জনের অস্ত্রোপচার হয়েছে।