বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ আগষ্ট, ২০২১
চাঁদের পিঠে হাঁটছেন এক তরুণী! পরনে মহাকাশচারীর পোশাক। হবেই বা কেন! চাঁদের পিঠে হাঁটতে গেলে ওই পোশাকই যে দরকার! আর ওই তরুণীকে নিয়েই হৈচৈ গোটা দুনিয়ায়। কারণ, ওই মহিলা আরব দুনিয়ার। নাম নোরা আলমাত্রুশি। ২৮ বছরের ওই তরুণী পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই প্রথম আরব দুনিয়ার কোনও মহিলা মহাকাশে পাড়ি দিতে চলেছেন। আরব আমিরশাহী এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আমিরশাহির মহাকাশ গবেষণা সংস্থা সূত্রের খবর, ওই তরুণী সহ দুইজনকে চাঁদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যজন ৩২ বছরের মহম্মদ আলমুল্লা। দুজনকেই দুবছরের জন্য নাসার প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখানে প্রশিক্ষণ শেষে চাঁদে যাওয়ার দিনক্ষণ ঠিক হবে।