হল বটে, কিন্তু দেখা গেল না

হল বটে, কিন্তু দেখা গেল না

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ আগষ্ট, ২০২১

আকাশে মেঘটাই সব মাটি করে দিল।  আকাশে মেঘ না থাকলে বুধবার রাত থেকেই উত্তর আকাশে জ্বলতে দেখা যেত তারা বাতি। একটা নয়, সার দিয়ে জ্বলছে তারা বাতি। এ যেন আলোর ঝরনাধারা।
তবে উত্তর গোলার্ধের যে সব জায়গায় আকাশ মেঘমুক্ত সেখান থেকে দিব্যি দেখা গিয়েছে এই উল্কাবৃষ্টি। নাসা জানিয়েছে, এ বার উজ্জ্বলতম উল্কাবৃষ্টি উত্তর গোলার্ধে শুরু হয়েছিল তিন সপ্তাহ আগে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় উল্কাপাত হওয়ার কথা বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাতে। ওই সময় ঘণ্টায় গড়ে ১৫ থেকে ২০০টি উল্কাপাতের সম্ভাবনা রয়েছে। তাই খালি চোখে এই আলোর ফুলঝুরি দেখতে পাওয়ার কথা। গ্রামাঞ্চলে এই উল্কাবৃষ্টি আরও পরিষ্কার দেখা যাওয়ার কথা। তাই উল্কাবৃষ্টি চলবে শুক্রবার রাত পর্যন্ত। তবে বৃহস্পতি এবং শুক্রবার রাতে যে আকাশ মেঘমুক্ত থাকবে, সেই গ্যারান্টি দিতে পারছেনা হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *