মানুষের কিছু জিন মানুষকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে তোলে। ফিনল্যান্ডের জাইভাস্কাইলা বিশ্ববিদ্যালয়ের এবং হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন পেশি তৈরির জন্য শক্ত কাঠামো থাকার পাশাপাশি, হাতের মুঠোর শক্তি বেশি অর্থাৎ বেশি ওজনের বস্তু নিষ্পেষিত করতে পারে, এমন ব্যক্তিদের সাধারণ রোগের ঝুঁকি ২৩ শতাংশ পর্যন্ত কম হয় আর দীর্ঘ আয়ু হতে পারে। গবেষকরা ফিনজেন ডেটাসেট, ফিনিশ বায়োব্যাঙ্কগুলোর একটা যৌথ উদ্যোগ যাতে স্বাস্থ্য এবং জেনেটিক তথ্য রয়েছে, তার তথ্য নিয়ে অধ্যয়ন করেছেন। তারা ফিনল্যান্ডের ৩ লক্ষ ৪২হাজার ৪৪৩জন মানুষের তথ্যের ওপর গবেষণা করেছেন। এই অধ্যয়নের অংশগ্রহণকারীরা ৪০ থেকে ১০৮ বছর বয়সী ছিলেন যাদের মধ্যে ৫৩ শতাংশ মহিলা অংশগ্রহণকারী ছিলেন। গবেষকরা মনে করেন যে জেনেটিক কারণ পেশি শক্তিকে প্রভাবিত করে, তা সুস্থ বার্ধক্যের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। হাতের মুঠোর শক্তির সাথে জেনেটিক উপাদানের সম্পর্ক রয়েছে। তবে তারা অন্বেষণ করে দেখবেন, কীভাবে শারীরিক কার্যকলাপের মতো জীবনধারার কারণও স্বাস্থ্যের ফলাফলকে প্রভাবিত করে।
গবেষকরা এমন লোকদের মধ্যে তুলনা করেছেন যাদের জিন তাদের শক্তিশালী বা দুর্বল হ্যান্ড গ্রিপ শক্তি (HGS) এর সাথে সম্পর্কিত। হ্যান্ড গ্রিপ শক্তি (HGS) হল সামগ্রিক পেশি শক্তি এবং সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে বহুল ব্যবহৃত সূচক। কীভাবে ২৭ ধরনের ঝুঁকি তাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে যার মধ্যে মৃত্যুহার ও ফিনল্যান্ডের প্রচলিত কিছু অসংক্রামক রোগ, তাছাড়া হৃদরোগ ও ফুসফুসের রোগ, পেশি ও সংযোজক কলার ব্যাধি, ক্যান্সার, পতন ও হাড় ভাঙা, মানসিক এবং জ্ঞানীয় ব্যাধি রয়েছে তা তারা দেখেছেন। তারা দেখেছেন যে হ্যান্ড গ্রিপ শক্তির জন্য উচ্চ পলিজেনিক স্কোর (PGS HGS) হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি বা অন্য যে কোনও কারণে মৃত্যুর ঝুঁকি কমায়। গবেষকরা জার্নালস অফ জেরেন্টোলজি -তে তাদের গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে, পেশি শক্তি, জ্ঞানীয় কার্যকারিতা এবং বিষণ্নতাজনিত ব্যাধিগুলি একই জিনগত পটভূমি দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন, মানুষের সারা জীবনকালে পর্যাপ্ত পেশি শক্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ।