আমাদের সাধারণ জ্ঞান বলছে ভুল তথ্যের সত্যতা মূল্যায়ন করার জন্য আমরা অনেক সময় ইন্টারনেট পরিষেবা বা অনলাইন মাধ্যম ব্যবহার করি। আমরা কখনও কখনও দেখতে পাই যে তথ্য ভুল দেওয়া রয়েছে তখন আমাদের সেই তথ্যের ওপর বিশ্বাস হ্রাস পাওয়া উচিত। কিন্তু গবেষণা বলছে যে আসলে ঠিক তার বিপরীত ঘটে: মিথ্যা তথ্য সংক্রান্ত নিবন্ধগুলোর সত্যতা মূল্যায়ন করার জন্য অনুসন্ধান করা আসলে ভুল তথ্য বিশ্বাস করার সম্ভাবনা বৃদ্ধি করে। নেচার জার্নালে প্রকাশিত ফলাফল তাদের ব্যবহারকারীদের উপর সার্চ ইঞ্জিনের আউটপুটের প্রভাব সম্পর্কে জানায়। নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিটিক্স (CSMAP) এর পরিচালক জেভ স্যান্ডারসন বলেছেন, সমীক্ষায় দেখা গেছে যে সংবাদের মূল্যায়ন করার জন্য অনলাইনে অনুসন্ধান করার কাজটি উল্লেখযোগ্যভাবে অত্যন্ত জনপ্রিয় ভুল তথ্যের প্রতি বিশ্বাস বাড়ায়। গবেষকদের মতে সার্চ- ইঞ্জিন কিছু ব্যক্তিদের ক্ষেত্রে নিম্নমানের তথ্য সরবরাহ করে। অনলাইন পরিষেবায় এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ভুল, নিম্নমানের, বা এমনকি সম্পূর্ণ মিথ্যা, সংবাদ এবং তথ্য থাকে এবং অনলাইন অনুসন্ধান প্রক্রিয়ায় এই ভুল তথ্য একটি ফলপ্রসূ ভূমিকা পালন করে, যার ফলে বিশ্বাসযোগ্য তথ্য এই অনুসন্ধান প্রক্রিয়ায় দেখতে পাওয়া যায় না এবং আরও উদ্বেগজনক হল, অনুসন্ধান ফলাফলের শীর্ষে বিশ্বাসযোগ্য নয় এমন তথ্যের উপস্থিতি বেশি করে দেখা যায়। অধ্যয়নের উৎসের বিশ্বাসযোগ্যতার রেটিং নিউজগার্ড দ্বারা নির্ধারিত। নিউজগার্ড এমন একটি ব্রাউজার এক্সটেনশন যা সংবাদ এবং অন্যান্য তথ্য সাইটগুলোকে রেটিং দেয় যাতে ব্যবহারকারীরা অনলাইনে আসা সামগ্রীর বিশ্বস্ততা মূল্যায়নে বাছাই করতে পারে। গবেষণায় দেখা গেছে যে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অনলাইন অনুসন্ধান করার ফলে মানুষের মধ্যে ভুল তথ্য বিশ্বাসের প্রবণতা পরিসংখ্যানগত দিক দিয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই গবেষকদের মতামত মিডিয়া নিয়ে আরও সচেতনতা প্রয়োজন।