মহাবিশ্বে এমন অনেক ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের কাছে ধরা ছোঁয়ার বাইরে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত সেই সব আশ্চর্যজনর ঘটনা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেন। তেমনই একটি মহাজাগতিক ঘটনা সবার সামনে তুলে ধরেছেন। সূর্যে এমন এক কর্মকাণ্ড ঘটছে , যা বিজ্ঞানীদের উদ্বেগে ফলেছে। সৌর শিখা হল সূর্যের বায়ুমণ্ডলে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের ফলে সৃষ্টি হওয়া তীব্র বিস্ফোরণ। ধীরে ধীরে সূর্যে এমন কিছু ঘটতে শুরু করেছে, যা বিজ্ঞানীরা কখনও আশা করেননি। সূর্যে করোনাল ম্যাস ইজেকশন (CMI), সোলার ফ্লেয়ারের মতো ঘটনা ঘটছে একের পর এক। বিজ্ঞানীদের মতে, পৃথিবী এক বড় বিপদের সম্মুখীন হবে। আর তার একটি বড় কারণ হবে সূর্য। ২০শে জুন অর্থাৎ মঙ্গলবার রাতে, সূর্য থেকে একটি সৌর শিখা বেরিয়ে এসে পৃথিবীর উপর পড়েছে।
সূর্যে তৈরি AR3341 নামের একটি সানস্পটের কারণে, ২০শে জুন একটি সৌর শিখা সূর্য থেকে বেরিয়েছে। আর তা পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রভাবিত করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার এলাকায় শর্টওয়েভ ব্ল্যাকআউট হয়েছে। এর প্রভাব কয়েক মিনিটের জন্য দেখা গিয়েছে।