কন্সেন্ট্রেটেড সোলার পাওয়ার বা সংক্ষেপে সিএসপি – সোলার টাওয়ার বলেই পরিচিত। সৌরশক্তি ব্যবহার করার ক্ষেত্রে সোলার প্যানেলের পরেই এই জিনিসটার উদ্ভাবন ঘটে। কিন্তু সফল হয়নি সোলার টাওয়ার। কিন্তু তৈরি হওয়ার সময় অনেকটা আশা জাগিয়েছিল। যদিও যান্ত্রিক ত্রুটি আর খরচের ধাক্কায় বারবার নষ্ট হয়েছে সোলার টাওয়ার।
ছবিটা কেমন? একটা মিনারের মতো লম্বা খাম্বাকে ঘিরে অনেক আয়না। আয়নায় সূর্যের আলো পড়ে প্রতিফলিত হচ্ছে ঐ মিনারে। খাম্বার ভেতর কিছু খনিজ লবণ থাকে যা সূর্যের তাপে প্রায় ৫৬০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলতে থাকে। তারপরে ঐ তাপ চালান করে জল ফোঁটানো হয়। উৎপন্ন বাষ্পের চাপে টার্বাইন ঘোরে আর সেখান থেকেই বিদ্যুৎ শক্তি পাওয়া যায়।
নতুন প্রজন্মের প্রযুক্তিবিজ্ঞানীরা একেবারে ঢেলে সাজাতে চাইছেন সোলার টাওয়ারের নকশাকে। এমনিতে টাওয়ারের মধ্যে আগে থেকে ব্যাটারি মজুত থাকায় সোলার প্যানেলের চাইতে আসলে বেশি কার্যকরী হওয়ার কথা এটার।
অস্ট্রেলিয়াতে নতুন অনেকগুলো সোলার টাওয়ারের প্রকল্প ঘুরে দেখলেন বিজ্ঞান সাংবাদিক র্যাচেল উইলিয়ামস। উত্তর ভিক্টোরিয়া প্রদেশে রেজেন নামের একটা নতুন সিএসপি-র বিশদ বিবরণ তিনি প্রকাশ করলেন কসমস পত্রিকায়।