কোনও গ্রহকে ঘিরে যদি বায়ুমণ্ডল থাকে তাহলে গ্যাসীয় পদার্থ লিক করবেই। এটাই দস্তুর। এবার মহাকাশবিজ্ঞানীরা দূরের একটা এক্সোপ্ল্যানেট আবিষ্কার করলেন যা থেকে ঝরনার মতো হিলিয়াম গ্যাস নির্গত হচ্ছে। ছবিতে দেখে মনে হবে বড়ো আকারের ল্যাজ হয়তো বা।
আমাদের পৃথিবী থেকে ৯২৩ আলোকবর্ষ দূরে অবস্থিত HAT-P-32b একটা বড়সড় এক্সোপ্ল্যানেট। ব্যাসার্ধের নিরিখে সৌরমণ্ডলের বৃহস্পতি গ্রহের তুলনায় ১.৮গুণ বড়ো। এই এক্সোপ্ল্যানেট থেকেই লম্বা দুটো ল্যাজের আকারে নির্গত হচ্ছে বিপুল পরিমাণে হিলিয়াম গ্যাস।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্টাক্রুজ ক্যাম্পাসের অ্যাস্ট্রোফিজিসিস্ট ঝৌজিয়ান ঝ্যাং গবেষক দলের নেতৃত্বে ছিলেন। তাঁর মতে, এতদিন অবধি আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের মধ্যে এটাই সবচেয়ে বড়ো ল্যাজের মতো গঠন।
ঝ্যাং আরও জানিয়েছেন, হিলিয়ামের এই ল্যাজ এতটাই বড়ো যে ঐ গ্রহ আর তার নক্ষত্রের আকারের সাথে তুলনা করা যায়। একই রকম নজরদারি চালালে দেখা যাবে অন্যসব এক্সোপ্ল্যানেটেও হয়তো বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এমনটাই। এখনও সেগুলো আবিষ্কৃত হয়নি কিন্তু কিছুদিনের মধ্যেই এই চরিত্র স্পষ্ট হবে অন্য গ্রহের ক্ষেত্রেও।