২০১৯-২০২০ সালের গ্রীষ্মে দক্ষিণ গোলার্ধের একাধিক প্রান্তের বড়ো বড়ো অরণ্যে দহনলীলা চলেছিল। এতটাই ভয়ঙ্কর যে ঐ গোটা মরশুমকে ব্ল্যাক সামার বলা হয়। অস্ট্রাল ইকোলজিতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় সেই ব্ল্যাক সামার নিয়েই হাড় হিম করা তথ্য পেশ করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ৬০ বিলিয়ন (৬০০০ কোটি) অমেরুদণ্ডী প্রাণীর মৃত্যু হয়েছে দাবানলে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের বাস্তুতন্ত্র-বিশারদ অধ্যাপক হেলোইস গিব বলছেন, ফলাফলের কথা ভাবলেও গা শিউরে ওঠে। গিব আরও বলছেন, কতদিনে জঙ্গলের বাস্তুতন্ত্র ফের স্বাভাবিক হবে সেটা নিয়ে আমাদের শিরঃপীড়া। আরও দুশ্চিন্তার কথা এই যে, ঐ ৬০০০ কোটি মৃত প্রাণীদের তালিকায় হয়তো অনেকগুলো প্রজাতিও চিরকালের জন্য বিনষ্ট হয়ে গিয়েছে।
গবেষকরা মূলত বৃষ্টিঅরণ্যের দিকেই নজর দিয়েছেন। শুধু অস্ট্রেলিয়াতেই এই ধরনের জঙ্গলের পরিমাণ ২৪ মিলিয়ন হেকটর। অনেক অমেরুদণ্ডী প্রজাতি আছে যাদের খালি চোখে দেখাই যায় না। অর্থাৎ, প্রকৃত সংখ্যাটা সামনে আসেনি এখনও।