পাঠ্যবইয়ে দেওয়া তথ্য আর তত্ত্ব যে মাঝেমধ্যে পাল্টাতে হয়, কিংবা বলা ভালো সময়োপযোগী করে তুলতে হয় সে ব্যাপারে এককথায় সায় দেবে সবাই। কিন্তু সবক্ষেত্রে কি তেমনটা হয়? যেমন হয়নি জীবনবিজ্ঞানের বইগুলোতে। নতুন এক মার্কিন গবেষণায় দেখা গেছে, পরিবেশ পরিবর্তন সংক্রান্ত যথেষ্ট তথ্য নেই নতুন বইতে।
দেখা গেছে, গত দশকে অর্থাৎ ২০১০-২০২০ অবধি প্রকাশিত জীববিদ্যার বইগুলোতে আগের দশকের তথ্য ব্যবহার করা হয়েছে জলবায়ু সংকট নিয়ে। কিন্তু বিগত দশকে জলবায়ুর খামখেয়ালি আচরণ কীভাবে আমাদের বাস্তুতন্ত্র আর সামগ্রিক পরিবেশকে প্রভাবিত করেছে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রত্যেকেরই আছে। জীববিদ্যার অধ্যাপক জেনিফার ল্যান্ডিন গবেষণাপত্রটা প্রকাশ করলেন। তিনি জানিয়েছেন, এই পৃথিবীতে জীবন বা জীবের বিজ্ঞানের গতিপ্রকৃতি কেমন সেটা বুঝতেই ছাত্রছাত্রীরা বইগুলোর সাহায্য নেয়। কিন্তু দূষণ আর জলবায়ু পরিবর্তনের মতো এমন গভীর আর গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট তথ্যতত্ত্ব কিন্তু নেই।
গবেষণার জন্যে শ্রীমতী জেনিফার ল্যান্ডিন কলেজের পাঠক্রমে থাকা ৫৭টা পাঠ্যবইকে বেছে নিয়েছিলেন। সবগুলোই প্রকাশিত হয়েছে ১৯৭০ থেকে ২০১৯ সালের মধ্যে। দেখা গেছে বিগত শতকে শুধুমাত্র তথ্য হিসেবে পরিবেশ দূষণের কথা এসেছে। কিন্তু নতুন শতাব্দীতে নতুন বৈজ্ঞানিক অভিজ্ঞতা ও তথ্যের জন্যে বিশেষ স্থান কিন্তু নেই।