বছরের প্রথম সূর্যগ্রহণ। আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবী। নাসা জানিয়েছে, বৃহস্পতিবারের সূর্যগ্রহণকে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। ১০০ বছরে একবার দেখা যায় এই বিরল দৃশ্য।
নাসা সূত্রে খবর, আগামী ২০ এপ্রিল ভারতীয় সময় ভোর ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।
এই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ কেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই হাইব্রিড সূর্যগ্রহণে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হয়। ফলে সূর্যকে পুরো আড়াল করতে পারে না। তার ফলে চারদিক দিয়ে সূর্যের ছটা বেরিয়ে আসে। তখন সূর্যকে দেখতে অনেকটা সোনার আংটির মত দেখায়।
কোথা থেকে এই বিরল দৃশ্য দেখা যাবে?
নাসা জানিয়েছে, ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার কোনও আশা নেই। কারণ হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে শুধু মাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে। এছাড়া ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে মোট চারটে গ্রহণ হবে। দুটো চন্দ্রগ্রহণ আর দুটো সূর্যগ্রহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণগুলো দেখা যাবে। বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।