লক্ষ্যটা ছোট নয়। কম করে ১০ লক্ষ মানুষ। তার মধ্যে অর্ধেকের বেশি আফ্রিকার বাসিন্দা। গত বুধবার অনুন্নত দেশগুলোতে ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ঘোষণা করলো মাইক্রোসফট।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ওয়াশিংটনে আফ্রিকার রাষ্ট্রনেতারা বৈঠকে বসেছিলেন। মিশর, সেনেগাল আর অ্যাঙ্গোলাতে প্রথমবার ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে স্যাটেলাইট প্রোজেক্ট শুরু করার জন্য অনুরোধ এসেছে আফ্রিকার তরফ থেকে।
মাইক্রোসফটের সভাপতি ব্র্যাড স্মিথ জানালেন, নাইরোবি আর লাগোসে ইঞ্জিনিয়ারদের কাজ দেখে সন্তুষ্ট হয়েছেন তাঁরা। স্মিথের ভাষায়, প্রতিভার অভাব আফ্রিকায় নেই কিন্তু সুযোগ পাচ্ছে না বেশিরভাগ মানুষই।
ভায়াস্যাট নামের কৃত্রিম উপগ্রহের সাথে গাঁটছড়া বেঁধেছে মাইক্রোসফট। শুধু আফ্রিকা নয়, গুয়েতামালা, মেক্সিকো, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটের সুবিধে পৌঁছে দিতে চাই এই সংস্থা। নাইজেরিয়া আর কঙ্গো প্রজাতন্ত্রেও তাঁরা শীঘ্রই কাজ শুরু করার কথা ভাবছেন।
স্মিথ বলছেন, এইসব দেশে ইন্টারনেট ব্যবস্থায় সবচেয়ে বড়ো বাধা হচ্ছে বিদ্যুৎ পরিষেবার অভাব। আফ্রিকার অর্ধেক মানুষের কাছে এখনও বিদ্যুতের সুবিধে নেই। উনিশ শতকের মহত্তম বৈজ্ঞানিক আবিষ্কার এই বিদ্যুৎ, আর সেটা থেকেই বঞ্চিত হয়ে আছেন আফ্রিকার নাম না জানা সব এলাকা।