বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলা সঠিক ওষুধের অভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে। বিশ্ব জুড়ে সমস্ত মানুষের ৪৭ শতাংশ যে প্রজাতির কলা খেয়ে থাকে তা হল ক্যাভেন্ডিশ কলা, যা আমাদের দেশে সিঙ্গাপুরী কলা নামে সুপরিচিত। কিন্তু এই বহুল প্রচলিত জনপ্রিয় কলার প্রজাতি, বর্তমানে পানামা রোগ (ফুসারিয়াম উইল্ট) ট্রপিকাল রেস4 (TR4) নামে একটি ছত্রাকের আক্রমণের সম্মুখীন। TR4 ছত্রাক ১৯৮৯ সালে তাইওয়ানে প্রথম আবিষ্কৃত হয়েছিল এবং চীন এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে কলা উৎপাদনকারী দেশগুলিতেও ছড়িয়ে পড়েছে। ড্যান কোপেল, যিনি “Banana: The Fate of the Fruit That Changed the World” বইটির লেখক তিনি বলেছেন, এই সমস্যার সমাধান কারোর হাতেই এখনো অবধি নেই।
ট্রপিকাল রেস4-এর এই সংক্রমণ কলা গাছের শিকড়ে প্রথম দেখা যায় তারপর তা গাছের অন্যান্য অংশে মেটাস্টেসাইজ করে, যা খাদ্য ও জলের প্রবাহে বাধা দেয় যার ফলস্বরূপ গাছ চূড়ান্ত মৃত্যুর দিকে পৌঁছোয়। ঘটনাক্রমে, TR4-এর পূর্বসূরি- ট্রপিকাল রেস 1, বিংশ শতকের গোড়ার দিকে আরেকটি জনপ্রিয় কলার জাত-গ্রোস মিশেল-এর বিলুপ্তি ঘটিয়েছিল। ওষুধের ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি হলেও বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে ক্যাভেন্ডিশ জাতের কলা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাওয়ার আগে এখনও ওষুধ নিয়ে অনেক গবেষণা বাকি, সঠিক ওষুধ আবিষ্কার হলে তবেই এই রোগ প্রতিরোধ সম্ভব। এক্সেটার ইউনিভার্সিটির বায়োসায়েন্সের লেকচারার ড্যান বেবার বলেন, বাজারে এর মারাত্মক প্রভাব পড়ার আগে গবেষকদের হাতে অন্তত এক দশক সময় আছে। ক্যাভেন্ডিশ কলার রপ্তানি বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই কলা বাঁচানোর জন্য একটি সমাধান বের করা প্রয়োজন। তাইওয়ানের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান খুঁজে বের করার কাজ শুরু করেছেন এবং ফলটিকে ছত্রাক প্রতিরোধী করার জন্য ক্যাভেন্ডিশ চারাটিকে TR4-এ উন্মুক্ত করে বড়ো করার প্রচেষ্টা নিচ্ছেন।