৬০ বছর হওয়ার আগে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি টাইপ-এ ব্লাড গ্রুপের মানুষজনের। এমন তুলনামূলক হিসেব নতুন এক গবেষণায় অন্য রক্তের গ্রুপের জন্যেও বলছেন বিজ্ঞানীরা।
ব্লাড গ্রুপ থেকে কোন ধরণের রক্ত সেটা জানা যায়। তাতে আসলে লোহিত রক্তকণিকার উপরে কোন কোন রাসায়নিক উপাদানের বৈচিত্র্য রয়েছে সেটা বিশদে বোঝা যায়। ‘এ’ আর ‘বি’ – এই দুটো গ্রুপের সাথে সবচেয়ে বেশি পরিচিত আমরা। আবার ‘এবি’ নিজেই একটা গ্রুপ। আরেকটা চেনা গ্রুপ হচ্ছে ‘ও’। এই প্রধান গ্রুপগুলোর মধ্যেও সূক্ষ্ম ফারাক থাকে জিনবৈচিত্র্যের কারণে। অর্থাৎ, মোদ্দা কথা সরলভাবে চারটে গ্রুপ হলেও সংখ্যাটা আসলে বেশি।
জিনোমিক গবেষণায় উঠে এসেছে একটা স্পষ্ট সম্পর্ক। ‘এ১’ সাবগ্রুপের জন্য দায়ী জিনের সাথে অকালে স্ট্রোকের সরাসরি যোগাযোগ আছে। ৪৮টা পৃথক জেনেটিক গবেষণা থেকে আহরিত তথ্য খুঁটিয়ে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিজ্ঞানীরা। তাতে প্রায় ১৭০০০ জন মানুষের নমুনা ছিল। বয়েস ১৮ থেকে ৫৯ এর মধ্যে।