বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ আগষ্ট, ২০২১
কোভিড-১৯-য়ের ধাক্কায় বিশ্বজুড়ে কোভিডের পাশাপাশি মানুষ আক্রান্ত মানসিক অবসাদেও। গতবছর পৃথিবীর বুকে কোভিডের পদার্পণের পর থেকেই মানসিক অবসাদের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে। মানসিক অবসাদ আর সেখান থেকে আত্মহত্যার প্রবণতা। মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া এই গবেষণায় জানা গিয়েছে, প্রায় ৬৯ হাজার মার্কিন নাগরিকের মধ্যে পরীক্ষা করা হয়েছিল। বয়স ছিল ১২ থেকে ২১। ২০১৯-এর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যুবকদের মধ্যে মানসিক অবসাদ বৃদ্ধির হার বেড়েছিল ৫ শতাংশ। ২০২০-র ওই সময়ে সেটা বেড়ে ৬.২ শতাংশ। আত্মহত্যা করার প্রবণতা বেড়ে ৭.১ শতাংশ। শুধু কিশোর নয়, শিশু এবং বয়স্কদের মধ্যেও দেখা গিয়েছে ভীষণভাবে মানসিক অবসাদে ভুগতে।