নতুন গবেষণায় এমন এক ধরনের নিউরন চিহ্নিত করা হয়েছে যা অপ্রত্যাশিতভাবে করা ভুল শনাক্ত করে। অনুপযুক্তভাবে দরজা বন্ধ করা হোক বা ফুটবলে লাথি ঠেকানো হোক, আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের বলে দেয় যে আমরা কখন ভুল করেছি কারণ এই শব্দ আমাদের বলে দেয় যে আমরা যা শুনতে আশা করছি তার থেকে এটা আলাদা। যদিও এটি দীর্ঘদিন আগে জানা গেছে যে আমাদের নিউরন এই ত্রুটিগুলো শনাক্ত করে, কিন্তু মস্তিষ্কের কোনো বিশেষ কোশ শুধুমাত্র এই অপ্রত্যাশিত শব্দ শনাক্ত করা বা সংকেত দেওয়ার ক্ষেত্রে যুক্ত কিনা তা অস্পষ্ট ছিল। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানীদের একটি দল বর্তমানে এক ধরনের নিউরন শনাক্ত করেছে যার নাম দেওয়া হয়েছে ‘প্রেডিকশন এরর নিউরন”। এই নিউরন সাধারণভাবে শব্দের প্রতি প্রতিক্রিয়াশীল নয়, কিন্তু শুধুমাত্র তখনই প্রতিক্রিয়া দেখায় যখন শব্দ অনুপযুক্ত বা অপ্রত্যাশিত হয় এবং সেইমতো একটি বার্তা পাঠানো হয় যে একটি ভুল সংগঠিত হয়েছে। নিউরাল সায়েন্স সেন্টারের গবেষক ডেভিড স্নাইডার ব্যাখ্যা করেছেন যে বিশ্বে যা ঘটছে তা শনাক্ত করার ক্ষেত্রে মস্তিষ্ক অসাধারণ, কিন্তু যা ঘটেছে তা প্রত্যাশিত ছিল কিনা তা বলার ক্ষেত্রে মস্তিষ্ক আরো ভালো। দেখা গেছে যে মস্তিষ্কে নির্দিষ্ট নিউরন রয়েছে যা মানুষকে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা চিহ্নিত করার পরিবর্তে সতর্ক করে যে পরিবেশে কী কী ঘটছে যা ভুল। এনওয়াইইউ-এর নিউরাল সায়েন্স সেন্টারের নিকোলাস অডেট পর্যবেক্ষণ করে দেখেছেন যে কীভাবে কথা বলতে হয় বা কীভাবে বাদ্যযন্ত্র বাজাতে হয় তা শেখার জন্য এই জাতীয় নিউরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি ক্ষেত্রেই আমরা প্রচুর ভুল করে থাকি এবং সেই ভুল থেকে অনেক কিছু শিখতেও পারি। যে কোনো আচরণের প্রায়শই অনুমানযোগ্য সংবেদনশীল পরিণতি থাকে। যেমন, গাড়ির দরজা হাত দিয়ে ঠেলে বন্ধ করার সময়, একটি নির্দিষ্ট পর্যায়ে আমরা একটি প্রত্যাশিত আওয়াজ শোনার আশা করি। আর এই আচরণ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়- বানর, ইঁদুর এবং অন্যান্য প্রাণীরা যেকোনো ধরনের নড়াচড়া করার ক্ষেত্রে কী শব্দ উৎপন্ন হবে এবং কখন সেই শব্দটি ঘটবে তা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করতে শিখতে পারে।
পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মস্তিষ্কে, যখন একটি প্রত্যাশিত আওয়াজের অন্যথা ঘটে তখন নিউরন উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখায় এবং যখন একটি শব্দ প্রত্যাশার সাথে মেলে তখন দুর্বল প্রতিক্রিয়া দেখায়। এই ধরনের নিউরনের কাজ হল শুধুমাত্র অপ্রত্যাশিত শব্দের ক্ষেত্রে সংকেত দেওয়া ও প্রতিক্রিয়া দেখানো। গবেষকরা ইঁদুরের উপর করা পরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছেন যে ‘প্রেডিকশন এরর নিউরন’–টি অডিটরি কর্টেক্সে আবস্থিত এবং শুধুমাত্র ভুল বা অপ্রত্যাশিত আওয়াজ হলে প্রতিক্রিয়া দেখায় তা নয় বরং কী ভুল হয়েছে তাও সংকেত দেয়।