ইলেকট্রনিক্সের দুনিয়াতে লিথিয়াম-আয়ন ব্যাটারি একটা বৈপ্লবিক নাম। দূষণমুক্ত শক্তি উৎপাদনের দিকে তরতর করে এগিয়ে যাওয়ার একটা হাতিয়ারও বলা চলে এই লিথিয়াম ব্যাটারিকে। একবিংশ শতকের গোড়ার দিকে দাঁড়িয়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এটা। কিন্তু বিপদের আশঙ্কাও একইসাথে জ্বলজ্বল করছে – ২০৫০ সালের মধ্যেই ফুরিয়ে যেতে পারে এই ব্যাটারি তৈরির মূল তিনটে মৌল – লিথিয়াম, নিকেল আর কোবাল্ট।
লরেন্স বার্কলে ন্যাশানাল ল্যাবরেটরির গবেষকরা ব্যাটারি তৈরির একটা নতুন উপাদান আবিষ্কার করে ফেলেছেন। এই আবিষ্কারের জন্যে ইতিমধ্যেই তাঁরা পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রোডাক্টের নাম – ‘কুইক-রিলিজ বাইন্ডার’। লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলো পৃথক করে আবার সেগুলোকে নতুন ব্যাটারি তৈরিতে ব্যবহার করা যাবে।
কুইক-রিলিজ বাইন্ডারে তৈরি ব্যাটারির কাজটা জলের মতো সহজ। প্রথমে সেটাকে খুলতে হবে। তারপর ঘরের উষ্ণতায় ক্ষারীয় জলের মধ্যে রেখে আস্তে আস্তে নাড়াতে হবে। পৃথক করা পদার্থগুলো সহজেই ছেঁকে বেরিয়ে আসবে আর বাতাসে শুকিয়ে যাবে।