বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ আগষ্ট, ২০২১
বৃষ্টি কি পন্ড করে দেবে স্বাধীনতা দিবসের উৎসব! আকাশের যা অবস্থা তাতে এমনই আশঙ্কা আবহবিদদের। রাজ্যে বৃষ্টির বিরাম নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- বৃষ্টিতে ভিজেই চলেছে কয়েক সপ্তাহ ধরে। সঙ্গে পড়ছে ঘন ঘন বাজ। আগামী সপ্তাহ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টিপাত চলবে। ঘূর্ণাবর্তের জন্যই রোজই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের আশঙ্কা, বায়ুপ্রবাহের যা অবস্থা তাতে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পরিমন্ডলে। এদিন হাওয়া অফিস বলেছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে মঙ্গলবারের পরে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দুই বঙ্গের প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর।