বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ আগষ্ট, ২০২১
এবার বিশ্রামে যাচ্ছে স্টারলাইনার! বিশ্রামকালীন তার লাগাতার স্বাস্থ্য পরীক্ষা চলবে। দেখা হবে পরবর্তী উড়ানে সে যেন ব্যর্থ না হয়। বোয়িং ঘটা করে তাদের উপগ্রহ সিএসটি-১০০ স্টারলাইনারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। বহু অর্থ খরচ করে তাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর চেষ্টা হয়েছিল। একবার নয়, দু’বার। দু’বারই আশাভঙ্গ হয়েছে বোয়িং-য়ের। এবার সেই উপগ্রহ ফিরছে কোম্পানির কারখানায়! জানানো হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে তাকে মেরামত করে মহাকাশে পাঠানো সম্ভব নয়। তবে এবার আর আশাভঙ্গ হতে রাজি নয় বোয়িং।