৯০ সেন্টিমিটার চওড়া একটা ফ্যাব্রিকের তৈরি গোলক। স্লিপিং ব্যাগ যেমন লম্বা হয়, তেমনটা নয়। গোল এই ব্যাগে রয়েছে ঢোকা বেরনোর জন্য একটা চেন। আবার, একটা ছোট্ট জানালাও রয়েছে। ওটাও খোলে চেন দিয়েই।
মহাকাশযান বিকল হলে বা দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে গেলে, ভেতরে থাকা মহাকাশচারীদের বাঁচাতে নাসার এই অভিনব ব্যাগ। ব্যাগের মধ্যে থেকেই ছোট্ট ওই জানলা দিয়ে দেখা যাবে পৃথিবীকে, হয়তো স্পেসক্রাফটের ভাঙা টুকরোও চোখে পড়বে। ব্যাগের মধ্যে থাকলে নিরাপদও থাকা যাবে।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই প্রজেক্টের নাম ‘পার্সোনাল রেসকিউ এনক্লোজার’। এই ব্যাগেরও পোশাকি নাম সংক্ষেপে পিআরই। এটাকে রেসকিউ বল নামেও ডাকা হয়। একজন মহাকাশচারীর জন্য একটা। যদিও এখনও অবধি কাজে লাগেনি এই বিশেষ ফ্যাব্রিকের ব্যাগ।
আয়তনে ১২ ঘনফুট। ফ্যাব্রিকের তিনটে স্তরে মোড়া এই ব্যাগ। প্রথমে ইউরেথান, তারপর কেভলার আর শেষে একটা তাপপ্রতিরোধক স্তর। এক ঘণ্টার অক্সিজেন জোগান দিতে পারে এমন ব্যবস্থা আছে।