ক্যাফেতে বসে সবেমাত্র এক কাপ কফি শেষ করেছেন। এবার কাপটা আবর্জনার বালতিতে ফেলার পালা। আপনার সামনে তিনটে আবর্জনা ফেলার পাত্র রাখা আছে- একটা ট্র্যাশ বিন, একটা পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইকেল বিন এবং একটা কম্পোস্ট বিন। কাপটা কোন বালতিতে ফেলবেন?
আমাদের মধ্যে অনেকেই পুনর্ব্যবহারযোগ্য বিন বেছে নেবে – কিন্তু আদৌ কী ঠিক বালতিটা বাছা হল? তরল ধারণ করার জন্য, বেশিরভাগ কাগজের কফি কাপ একটি পাতলা প্লাস্টিকের আস্তরণ দিয়ে তৈরি করা হয়, যা পুনর্ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে অক্টোবর ২০১৯ এবং মার্চ ২০২২-এ দুটি সমীক্ষা হয়েছিল যেখানে দেখা গেছে যে লোকেরা বর্জ্য হ্রাস এবং বর্জ্য পুনরায় ব্যবহার করছে না বরং তাদের মধ্যে পুনর্ব্যবহার বা রিসাইকেল করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা একমত যে মানুষ বিশ্বব্যাপী বিপুল পরিমাণে বর্জ্য উৎপন্ন করছে এবং তা এমন স্তরে পৌঁছেছে যা নিয়ন্ত্রণের অযোগ্য। মাইক্রোপ্লাস্টিক পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলকে দূষিত করছে এবং মানুষ ও প্রাণীর দেহে জমা হচ্ছে। পণ্য উৎপাদন এবং তার নিষ্পত্তি করতে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় এবং এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, বিশেষ করে সেই অঞ্চলে যেখানে বিপুল পরিমাণে বর্জ্য জমা হয়। নতুন গবেষণায় দেখা গেছে যে প্লাস্টিক রিসাইকেল করার সময় মাইক্রোপ্লাস্টিক দূষণ হয়। ২০২৩ সালের জুনে ইউনাটেড নেশন ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য রোধ করার লক্ষ্যে একটি আইনি চুক্তির খসড়া তৈরি শুরু করার জন্য বিশ্বজুড়ে সরকারী প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করেছেন। ইতিমধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শহর এবং রাজ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন স্ট্র, প্লাস্টিকের বোতল বা প্লেট প্রভৃতি পণ্য নিষিদ্ধ করছে বা তাদের ব্যবহার সীমাবদ্ধ করছে। পরিচিত বর্জ্য ব্যবস্থাপনার সংস্থা তাই মানুষকে নিম্নোক্ত ক্রম অনুযায়ী চলতে বলছেন- “Reduce, Reuse, Recycle,” অর্থাৎ “হ্রাস, পুনঃব্যবহার, পুনর্ব্যবহার”।