বিশ্ব অনেকবছরই ফ্যাশন বিপ্লবের সঙ্গী। কিন্তু এই বিপ্লবের উল্টোদিকে কেউ তাকিয়েছেন কি? কোনও কোনও দেশের প্রধান নদীগুলোর রঙ বদলে যাচ্ছে! কোথাও জলের রঙ সম্পূর্ণ নীল হয়ে যাচ্ছে! ডেনিমের নীল রঙের জিনসের কাপড়ের রঙের প্রভাব। আবার কোনও নদীর জলের ক্ষারের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাচ্ছে!
ওয়াটার উইটনেস বা ডব্লিউডব্লিউআই নামের সংস্থা সম্প্রতি এই সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে। আফ্রিকার দক্ষিণ ও তানজানিয়ায় এই ফ্যাশন বিপ্লবে দুই দেশের নদীগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্বের প্রায় ৫০টি বহুজাতিক ফ্যাশন কোম্পানির যাবতীয় পোশাক তৈরির উৎসস্থল এই দুটি দেশ। তাদের মধ্যে অন্যতম নাম ডেনিম। আফ্রিকায় কারখানা মানে, কম টাকায় শ্রমিক এবং কর ফাঁকি দেওয়ার সুবিধে। আর সেই কাজে কারখানাগুলো ব্যবহার করছে নদীর জল। তানজানিয়ার দারে সালাম শহরের সিম্বাজি নদীর জলের রঙ একদম ডেনিমের নীল জিনসের মত হয়ে গিয়েছে! ওই শহরেরই আরও একটি নদীর জলের দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে জলের রঙ অ্যালকালাইনের মত হয়ে গিয়েছে! সেই নদীর কাছেই একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বস্ত্র কারখানা। আশ্চর্যের বিষয়, ব্লিচিংয়ের মত হয়ে যাওয়া সেই জলই ব্যবহার করা হচ্ছে শহরের চাষের কাজে! এমনকী ওই অঞ্চলের পরিবারগুলোকেও ওই জলই ব্যবহার করতে হচ্ছে ঘরের জিনিসপত্র ধোয়াধুয়ির কাজে!