ইতালিতে অবস্থিত পৃথিবীর অন্যতম আশ্চর্য – পিসার হেলানো মিনার। দেখলে একটা প্রশ্ন অবশ্যই উঠবে – হেলে পড়ে যাবে না তো?
এটা শুধু কয়েক দশকের প্রশ্ন নয়। বরং বহু শতাব্দী জুড়েই বিভিন্ন সময়ে ঐতিহাসিক, প্রযুক্তিবিদ আর দর্শকরা হাঁ করে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখেছেন। আর ঐ মিনারের ভাগ্যে ঠিক কী আছে সেটা ভেবেছেন। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, চারটে ভূমিকম্প সামলেও কিচ্ছুটি হয়নি পিসার মিনারের। সামনে পিছনে সামান্য দুলুনি ছাড়া কোনও পরিবর্তনও লক্ষ্য করা যায়নি। কিন্তু নামের সার্থকতা বজায় রেখে আজও কোনও না কোনোভাবে মিনারটা দাঁড়িয়ে আছে।
ঐ বেল টাওয়ারের সমীক্ষা হয়েছে সম্প্রতি। গবেষকরা বলছেন, মিনারের অবস্থা যতটা ভাবা হয়েছিল তার চেয়েও ভালো। ২১ বছর আগে শেষ যখন মেরামতির কাজ হয়েছিল, তখন থেকে মাটির উপরে ৪ সেন্টিমিটার উঠেছে এই মিনার।
অপেরা প্রাইমাজিয়াল পিসানা নামক স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানে একদল ভূপ্রযুক্তিবিদের সাহায্যে কিছুদিন আগেই সমীক্ষা হয়েছিল। এই মাসের শুরুতে ন্যাশানাল এসোসিয়েটেড প্রেস এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ৮৫০ বছরের পুরাতন মিনার যেটা হেলে আছে পাঁচ মিটারের মতো। সেখানে তিন মিটারের বেশি ছাড় দেওয়াই যায়।