ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এর আগে গবেষণা করতে গিয়ে দেখেছিলেন কোনও মানুষ ক্যানসারে আক্রান্ত হলে সেটা নির্ণয় করে দিচ্ছে কুকুর। সেই বিজ্ঞানীরাই এবার দেখলেন, প্রশিক্ষণপ্রাপ্ত একটা পিঁপড়ে মানুষের শরীর ক্যানসারে আক্রান্ত হলে কুকুরের চেয়েও বেশি নিখুঁতভাবে নির্ণয় করে দিচ্ছে। আর ক্যানসার সেলকে চিহ্নিত করতে কুকুরকে যতদিন ট্রেনিং নিতে হচ্ছে তার চেয়ে কম সময় প্রশিক্ষণ পিপঁড়েকে নিতে হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্যানসার সেলগুলো স্বাভাবিক সেলের তুলনায় অন্যরকম। তারা মানবদেহে তৈরি করে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি)। ক্যানসার ডায়গনোসিস করার সময় চিকিৎসক, গবেষকদের প্রয়োজন হয় ভিওসি-কে পর্যবেক্ষণ করার। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, শক্তিশালী গন্ধ পাওয়ার ক্ষমতা যাদের তারা ভিওসি-কে বিশ্লেষণ ভালভাবে করতে পারে। সেই কারণে কুকুরকে ট্রেনিং দেওয়া আর পিপঁড়েকেও ট্রেনিং দেওয়া।