বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ আগষ্ট, ২০২১
এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস তৈরি করল একসঙ্গে পাঁচটি উপগ্রহ! এর মধ্যে মূল উপগ্রহের নাম প্লিয়েডেস নিও-৪। তার চারপাশে থাকা চারটি উপগ্রহকে বলা হচ্ছে অক্সিলারি পে-লোড। সেই পাঁচটি উপগ্রহ ফ্রেঞ্চ গায়ানার মহাকাশ বিমানবন্দর থেকে মহাকাশে পাঠিয়ে দিল ইউরোপ। উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয়েছে ভোগা রকেটের মাধ্যমে যেটি তৈরি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এই উপগ্রহ মহাকাশে পাঠানো হল কেন? সারাদিনে অজস্রবার এই উপগ্রহ ভূপৃষ্ঠের ছবি তুলতে পারবে। বিভিন্ন দিক থেকে। ছবির গুণগত মান? ৩০ সিএম পার পিক্সেল রেজোলিউশনে! আর ছবির সঙ্গে ওই উপগ্রহ যা তথ্য পাঠাবে তাতে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন দেখার সঙ্গে সঙ্গে পৃথিবীকে প্রাকৃতিক বিপর্যয় থেকে কীভাবে রক্ষা করা যায় সেটাও বোঝা যাবে!