স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে ধূমধাম করে। অথচ দেশের প্রতিটি পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়া যায়নি গত ৭৪ বছরে। পরিশুদ্ধ জল পেতে এই একবিংশ শতাব্দীতেও মাইলের পর মাইল হেঁটে যেতে হয় মহিলাদের। পরিশুদ্ধ জলের যোগান দেওয়াটা জনস্বাস্থ্যের প্রথম পাঠ। এটা সবাই জানে। কিন্তু এখনও পর্যন্ত সেই জরুরি পরিষেবা যে প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া যায়নি তা এদিন লালকেল্লা থেকে জাতীয় পতাকা তোলার অনুষ্ঠানে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। আর এই খামতি মেটাতে ঘোষণা করলেন নতুন প্রকল্প – জল জীবন মিশন। এই প্রকল্পে ২০২৪ সালের মধ্যে সমস্ত গ্রামে নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত দু’বছরে সাড়ে ৪ কোটি পরিবারকে নলবাহিত জলের নতুন সংযোগ দেওয়া হয়েছে। জল জীবন মিশন প্রকল্পে ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া হবে নলবাহিত জল। স্বাস্থ্য পরিকাঠামোর উপর জোর দিতে গিয়ে মোদী বলেন, “৭৫ হাজার স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তৈরি করা হচ্ছে অক্সিজেন প্ল্যান্টও।”