ষড়যন্ত্রের গন্ধে বিভোর মানুষজনের হদিশ প্রায়ই মেলে। এরা আলোর মধ্যে প্রলয়ের হদিশ পান, আঁধারকে মনে করেন সৃষ্টির সূতিকাগার। তথ্যের বন্যায় এখন যখন আমরা ভাসছি, তখন ষড়যন্ত্রের ভাবনার প্রসার সমাজে অনেক প্রভাব ফেলতে পারে। “নেচার কমিউনিকেশন”-এর ২৯শে এপ্রিল সংখ্যায় প্রকাশিত এক গবেষণায় নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের মানসবিদ কিঙ্গাবিয়েরওইয়া জোনেক ও তার সহযোগীরা দেখেছেন যে ছেলেবেলার থেকে যারা একাকীত্বে ডুবে থাকে তাদেরই পরে ষড়যন্ত্রের চর্চা বেশী করতে দেখা যায়।
১৯৯২ সালে নরওয়ের ৬৭টি স্কুলের ক্লাস সেভেন থেকে বারো ক্লাসে পড়া ছাত্র ছাত্রীদের (১২ হাজার) মানসিক অবস্থান নিয়ে এনারা পর্যবেক্ষণ করেন। বারবার তাদের প্রশ্নপত্র ও মুখোমুখি আলোচনার মধ্যে দিয়ে ২৮ বছর ধরে ক্রমাগত পরীক্ষা করা হয়।
দেখা যায় মাঝ বয়সে তারাই বেশী ষড়যন্ত্রের গন্ধ পান সব বিষয়ে এবং তার চর্চায় ডুবে থাকেন যারা ছেলেবেলায় একাকীত্বে ভুগেছে। গবেষকরা তাই সামাজিক প্রক্রিয়া, যা কমবয়সে একাকীত্ব কমায়, তার প্রসারের উপর গুরুত্ব আরোপ করার কথা বলেছেন।