কোনও একটা প্রাণী ঘুমিয়ে আছে। তাঁর গায়ের লোম টেনে নিয়ে গেল কেউ। অনেক সময় বাড়ির বাইরে ঘুমিয়ে থাকা মানুষের মাথার চুলও কেটে নিতে দেখা গিয়েছে রাতের হানাদারকে। পরে জানা গিয়েছে ওই হানাদারের নাম চামচিকে। দাঁত দিয়ে এমন ভাবে চুল কেটে নিয়ে গিয়েছে যে কেউ বুঝতে পর্যন্ত পারেনি। কিন্তু ভিলেন কি শুধু চামচিকে? আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের এক প্রাণিবিজ্ঞানী মার্ক হুবেরের চখে পড়েছে এক বিরল ঘটনা। তিনি দেখলেন চামচিকে নয়, ঘুমিয়ে থাকা কুকুর, বেড়াল, রাকুন, শজারুর গায়ের লোম, এমনকী মানুষেরও মাথার চুল নিঃশব্দে ছিড়ে নিয়ে যাচ্ছে একটি পাখি। হুবেরের অনুসন্ধানে জানা গেল, তাদের বাসা তৈরিতে পাখিগুলি ব্যবহার করছে চুরি করে আনা চুল। ২০২০-র মে মাসে ইলিনয়েস পার্কের জঙ্গলে ঘুমন্ত রাকুনের মাথা থেকে চামচিকের চুল কেটে নিয়ে যাওয়ার ঘটনা প্রথম দেখেছিলেন হুবেরের সঙ্গী, ইকোলজিস্ট হেনরি পোলক। তারপরই তাঁদের দু’জন এই বিষয়ে আরও খোঁজাখঁজি করতে গিয়ে হুবেরের নজরে এলে ওই চুল চোর পাখি।