বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ আগষ্ট, ২০২১
নাম তার রানি। বয়স দু’বছর।
উচ্চতা ২০ ইঞ্চি, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি। রানি একটি গরুর নাম। নিবাস বাংলাদেশের ঢাকা সংলগ্ন সাভারের আশুলিয়া চারিগ্রামের একটি কৃষি খামার। রানি ছিল পৃথিবীর সব থেকে খর্বকায় গরু। ছিল কেন? গতকালই পেটে গ্যাস জমে মৃত্যু হয়েছে রানির। বাংলাদেশ প্রাণিসম্পদ বিভাগ সূত্রে বলা হয়, ভুটানের বক্সার ভুট্টি জাতের গরুটির বর্তমান বাজার দর উঠেছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা। সাভারের ওই কৃষি খামার সূত্রের খবর, বৃহস্পতিবার রানীর পেট ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা চলানো হয়। তাতে অবস্থার উন্নতি না হলে সাভার ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গরুটিকে। দুপুর ২টা নাগাদ গরুটি মারা যায়। রানি মারা যাওয়ায় বিশ্বের ক্ষুদ্রতম গরু এখন কেরালার ৪ বছর বয়সী মানিকিয়াম। ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট এই গরুর উচ্চতা ২৪ ইঞ্চি এবং ওজন ৪০ কেজি।