খিদে পেলে মেজাজ হারানোর দৃষ্টান্ত মানুষের মধ্যে আছে। ক্ষুধার প্রভাব যে শারীরিক আর মানসিক ভাবে পড়ে, এটা বুঝতে বিজ্ঞানী হতে হয় না। কিন্তু যদি বলি, খাবার ছাড়া বেশিদিন কাটালে চোখের গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যায়? আষাঢ়ে গপ্পো নয়, মাকড়শাদের নিয়ে নতুন গবেষণায় এমনই আশ্চর্যকর তথ্য দিচ্ছেন প্রাণীবিজ্ঞানীরা।
ফিডিপ্পাস অডাক্স – এক জাতের লাফানো মাকড়শা বা জাম্পিং স্পাইডার। এদের বড়ো বড়ো চোখ। শিকারকে ফাঁসাতে এরা নির্ভর করে চোখের ভেতর থাকা আলোকসংবেদী ফটোরিসেপ্টরের উপর। কিন্তু খাদ্যগুণের অভাবে এই অমূল্য ফটোরিসেপ্টর নষ্ট হয়ে যেতে পারে।
সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এলকে বাচবেক জানাচ্ছেন, শরীরের অনেকটা ক্যালরি খরচ হয় ফটোরিসেপ্টরের পিছনে। তাই পুষ্টির অভাব হলে এদের সচল রাখা মুস্কিল। আবার এই উড়ুক্কু মাকড়শার ক্ষেত্রে চোখের সেই অংশে ক্ষতি বেশি হয় যেখানে ফটোরিসেপ্টরের ঠাসবুনট রয়েছে।
ভিশন রিসার্চ পত্রিকায় প্রকাশিত হল এই গবেষণাপত্র। সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের আরেক জীববিজ্ঞানী অ্যানেট স্টোওয়াসার বললেন, যদি জানা যায় ঠিক কোন কোন খাদ্যগুণের অভাবে এটা হচ্ছে তাহলে মানুষের ক্ষেত্রেও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের কথা ভাবা যেতে পারে। যদিও নির্দিষ্ট বাস্তুতন্ত্র নির্দিষ্ট পরিবেশেই এটা শুধু ঘটছে কিনা সেটাও অনুসন্ধান করে দেখা দরকার।