কয়লা খনির নর্দমা ব্যবস্থার ক্ষতিকর প্রভাব পড়ে পরিবেশের উপর। কিন্তু কয়লা ছাড়া উপায়ই বা কি! এবার সেই ক্ষতিকেই সামান্য হলেও লাভে পরিণত হয়তো করা যাবে। নতুন গবেষণায় অভিনব এক পদ্ধতির সন্ধান মিলেছে, খনির ড্রেনেজ থেকে বিরল খনিজ দ্রব্য নিষ্কাশন করে তা দিয়ে হাই-টেক ডিভাইস উৎপাদন।
দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত জন গ্লেন কলেজ অফ পাব্লিক অ্যাফেয়ার্সের সহকারী অধ্যাপক জেফ বিলিস্কি ছিলেন অন্যতম মুখ্য গবেষক। তিনি জানাচ্ছেন, ইট্রিয়ামের মতো বিরল-মৃত্তিকা মৌল নানা ধরণের ইলেক্ট্রনিক্স গেজেট উৎপাদনে কাজে লাগে। কয়লা খনির নর্দমা থেকে এই দুষ্প্রাপ্য পদার্থ উদ্ধার করা সম্ভব হলে কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইসের দাম কমবে।
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স নামের পত্রিকায় এই গবেষণার খবর প্রকাশিত হল। পরীক্ষামূলক ভাবে একটা নিদর্শন (ডেমো) পেশ করা হয়েছে গবেষকদের তরফ থেকে। ওহিও, পেনসিলভানিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ইত্যাদি প্রদেশের কয়লাক্ষেত্রের ড্রেনেজ ব্যবস্থা থেকে সত্যিই বিরল মৌল সংগ্রহ করে দেখানো হয়েছে।
বিলিস্কি যদিও নজর টানতে চাইছেন অন্যদিকে। তাঁর ভাষায়, এই পদ্ধতিতে কতও ভালোভাবে জল পরিষ্কার হচ্ছে সেটা কম আশ্চর্যের নয়। পরিবেশের দিক থেকে দেখলে, ক্ষতিকারক দূষক পদার্থগুলো ছেঁকে বাদ দেওয়াটাই বেশি কৃতিত্বের।