বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ আগষ্ট, ২০২১
বিজ্ঞানীরা মনে করেন যে তাঁরা হয়তো বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ-জাতীয় প্রাণীটির দেখা পেয়েছেন – এটি বীজের মতো ক্ষুদ্র একটি গিরগিটি জাতীয় উপপ্রজাতি।
জার্মান-মাদাগাস্কার অভিযাত্রী ফল মাদাগাস্কারে দুই প্রকার টিকটিকি সদৃশ প্রাণীর খোঁজ পেয়েছে।
ছোটো গিরগিটি জাতীয় পুরুষ ব্রুকেসিয়া-নানা’র দেহটি ১৩.৫ মিলিমিটার লম্বা।
মিউনিখে অবস্থিত বাভেরিইয়ান স্টেট কালেকশন অফ জুলজি’র মত অনুসারে এটিই সরীসৃপের ১১৫০০টি জানা প্রজাতির মধ্যে ক্ষুদ্রতম।