দু বছরের বেশি সময় ধরে চলা অতিমারির জরুরি অবস্থা অবশেষে কাটল। এমনটাই ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল, অর্থাৎ ৫ই মে, শুক্রবারে এই সিদ্ধান্ত সামনে আনল হু।
দুটো বিষয়ে জোর দেওয়া হয়েছে। এক, কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটাই আর হাসপাতালে ভর্তির হারও নিচের দিকে নামছে দ্রুত। আর দুই, সার্স-কোভ-২ এর বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠেছে। যদিও এখনও বিশ্বের নানান প্রান্ত থেকে আক্রান্ত আর মৃত্যুর খবর মাঝেমধ্যে আসছে, তবুও সেই প্রাথমিক ভয়াবহতা আর নেই। এই ভাইরাসটা এখনও নিশ্চিহ্ন হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। যেমনটা পোলিও বা এইডসের ক্ষেত্রে প্রচলিত।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিস্কো ক্যাম্পাসের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ পিটার চিন-হং বলছেন, হু-এর এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত। অনেক দেশই এই রোগের কবল থেকে সম্পূর্ণ মুক্ত। আমেরিকাতেও আগামী ১১ই মে জরুরি অবস্থা বা আপদকালীন অবস্থা সরকারি ভাবে সমাপ্ত হবে।