কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট কোভিড আক্রান্ত রোগীদের অর্ধেকের বেশি কেরলে। ৫১.৫১ শতাংশ। গত দেড় সপ্তাহে কেরল চলে এসেছে উদ্বেগের কেন্দ্রে। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন গত আড়াই মাসে কেরল এবং তামিলনাড়ু সহ ভারতে ৯টি রাজ্যের ৩৭টি জেলায় (কেরলের ১১টি জেলা) এবং (তামিলনাড়ু ৭ টি জেলা) কোভিডে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে। সরকারের দুশ্চিন্তা, জন্মের হার যে রাজ্যগুলিতে বাড়ছে সেখানেই দেখা যাচ্ছে কোভিডে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি। সরকারের তরফে পাঁচটি রাজ্যকে শনাক্ত করা হয়েছে– হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। ৯ অগস্ট পর্যন্ত পাওয়া হিসেবে, ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে ৮৬ জনের শরীরে। তার মধ্যে শুধু মহারাষ্ট্রেই সংখ্যাটা ৩৪! গত ১৪৭ দিনে (৯ আগস্টের হিসেব) ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ২০৪। কোভিড সংক্রমণ ঠেকাতে গত বছর বিশেষ কৃতিত্ব দেখিয়েছিল কেরল। কেরল মডেলের প্রশংসা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সেই কেরলে এবার কেন এ ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।