মারাত্মক করোনভাইরাসের প্রাদুর্ভাবে তিন বছরেরও বেশি সময় ধরে প্রায় ৭ মিলিয়ন মানুষ মারা গেছে। তবে বারবার SARS-CoV-2 সংক্রামিত হওয়ার পরেও বেশ কয়েকজন ব্যক্তিকে পাওয়া গেছে যাদের রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো (ইউসিএসএফ)- এর নেতৃত্বে বিশ্বব্যাপী গবেষণায় জানা গেছে যে SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণের পরেও পাঁচজনের মধ্যে একজন উপসর্গহীন ছিলেন এবং তার শরীরে জিন ভ্যারিয়েন্ট HLA-B*15:01 রয়েছে। এছাড়াও, UCSF-এর নিউরোলজিস্ট জিল হলেনবাচ এবং সহকর্মীরা এমন কিছু ব্যক্তি পেয়েছেন যাদের HLA-B*15:01 জিন ভ্যারিয়েন্ট রয়েছে কিন্তু কখনও ভাইরাসে আক্রান্ত হননি। তাদের ইমিউন কোশ SARS-CoV-2 প্রোটিনে প্রতিক্রিয়া দেখায়, যার থেকে বোঝা যায় যে তারা এই রোগকে প্রতিরোধ করতে সক্ষম বা অন্যান্য সংক্রমণের ফলে তাদের ইমিউনিটি তৈরি হয়েছে। কিছু কোভিড রোগী কেন উপসর্গবিহীন ছিলেন?
HLA বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন কমপ্লেক্সের অন্তর্গত জিন, শরীরের ইমিউন সিস্টেমকে ভাইরাসের মতো প্যাথোজেন দ্বারা তৈরি প্রোটিন শনাক্ত করতে এবং অচেনা আক্রমণকারী উপস্থিত হলে কাজ করতে সাহায্য করে। সাধারণ HLA মিউটেশন রয়েছে এমন কিছু ব্যক্তির ইমিউন সিস্টেম SARS-CoV-2 ভাইরাসে প্রতিক্রিয়া দেখায়, মনে হয় যেন তারা ইতিমধ্যেই জানে যে কীভাবে এর বিরুদ্ধে লড়াই করা যায়, যদিও তাদের আগে এই সংক্রমণ হয়নি। তাদের শরীর দ্রুত রোগের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং রোগের উপসর্গ প্রকাশ পায় না। গবেষকরা ২৯,৯৪৭ জন অস্থি-মজ্জা ডোনারের জিনগত তথ্য বিশ্লেষণ করে দেখেন যে HLA ভ্যারিয়েশন এবং SARS-CoV-2 সংক্রমণে উপসর্গবিহীন থাকা – এই দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এর মধ্যে ১৪২৮ জন ব্যক্তি টিকা নেয়নি এবং এদের কোভিড সংক্রমণ হয়েছিল আবার তাদের মধ্যে ১৩৬ জন উপসর্গবিহীন ছিলেন। তুলনা করে দেখা গেছে যে সংক্রমিত উপসর্গযুক্ত রোগীর ৯% এর HLA-B*15:01 জিন রয়েছে কিন্তু সংক্রমিত উপসর্গবিহীন রোগীর ২০%-এর HLA-B*15:01 জিন উপস্থিত। এবং যাদের এই জিনের দুটি প্রতিলিপি রয়েছে তাদের উপসর্গবিহীন হওয়ার সম্ভাবনা যে ব্যক্তিদের কোন প্রতিলিপি নেই তাদের তুলনায় প্রায় আট গুণ বেশি ছিল । গবেষকরা রোগীদের অন্য দুটি দলে অনুরূপ বিশ্লেষণ চালিয়েছিলেন। উভয় ক্ষেত্রেই তারা দেখেছেন যে HLA-B*15:01 জিন মিউটেশনটি উপসর্গবিহীন COVID-19-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিদ্যমান যা তাদের অনুমানকে আরও সুদৃঢ় করে যে COVID-19-এর উপসর্গ দূরে রাখতে এদের ভূমিকা রয়েছে।