একটা আঁশওয়ালা গারনার্ড মাছ। এদের বসতি নিউজিল্যান্ডে হলেও এতদিন ক্যামেরায় ধরা পড়েনি খুব বেশি একটা। এবার ঐ দেশের বিখ্যাত ওয়েলিংটন বন্দরে ছবি তোলা সম্ভব হল গারনার্ড মাছের।
ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী ডঃ ভালেরিও মিকারোনি জানিয়েছেন, এই গারনার্ড একটা লালচে রঙের মাছ। ২০ সেন্টিমিটার অবধি লম্বা হয় এরা। প্রাণীবিজ্ঞানীদের তালিকা আর তথ্য অনুযায়ী এরা নিউজিল্যান্ডের এই অংশেই বসবাস করে কিন্তু চোখের দেখা দেখা যায়নি।
ওয়েলিংটন বন্দরের আশেপাশে ৩০ মিটারের কম গভীর জলে বসবাসকারী প্রাণীদের নিয়ে গবেষণা চালাচ্ছিলেন ডঃ মিকারোনি ও তাঁর সহকর্মী ফ্রাঞ্চেস্কা স্ট্রানো। সেই সময়ই তাঁরা দুজন ঐ মাছের ছবি তুলতে সক্ষম হন। মৎস্য বিশেষজ্ঞ ডঃ ম্যালকম ফ্রান্সিস মাছটাকে শনাক্ত করেছেন।
ডঃ মিকারোনি বলছেন, ওয়েলিংটনের জলের নিচে ঠিক কোন কোন প্রাণীর বসতি সেটা নিয়ে বিশদ তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। জলের নিচে ঠিক কোন অবস্থানে কোন প্রাণীর বাস সেটা জানলে জীববৈচিত্র্য সংরক্ষণে সুবিধে হবে বইকি।