২০৩২ সালের অলিম্পিকসের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আশেপাশের গ্রামীণ এলাকা থেকে তিরন্দাজি কিংবা সাঁতারের প্রতিযোগিতা দেখতে দর্শকরা হয়তো আসবেন চালকবিহীন উড়ন্ত ট্যাক্সিতে!
অর্থাৎ এক দশকও লাগবে না এই স্বপ্ন পূরণ হতে। এয়ার ট্যাক্সির কল্পনা অস্ট্রেলিয়ার জন্য নতুন কথা নয়। একাধিক সংস্থা বর্তমানে কাজ করে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে উড়ন্ত ট্যাক্সিকে বাস্তবায়িত করার লক্ষ্যে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উইস্ক নামক সংস্থা গাঁটছড়া বাঁধল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের কাউন্সিল অফ মেয়রস-এর সাথে। মহানাগরিকদের এই পর্ষদই ২০৩২ সালের অলিম্পিকসের পরিকাঠামোর দায়িত্বে রয়েছে। উইস্ক নামের ওই সংস্থা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এয়ার ট্যাক্সি নির্মাণ করে।
দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের জনসংখ্যা ২০৪১ সালের মধ্যে ১.৬ মিলিয়নে পৌঁছবে। নাগরিক জীবনে রাস্তাঘাটে যানজট আর ভিড় অসহনীয় হয়ে দাঁড়াবে। তাই নতুন পরিবহন কাঠামোর আশু প্রয়োজন। ২০৩১ সালের মধ্যেই গাড়িঘোড়ার চাহিদা ওই প্রদেশে ৩০ শতাংশ বেড়ে যাবে। তখন একটা নতুন উপায় হয়ে উঠতে পারে এই উড়ন্ত ট্যাক্সি।