স্যাটেলাইট ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে পৃথিবীর বেশিরভাগ অংশ এখন মানুষের কাছে মোটামুটি পরিচিত। কিন্তু তাও এখনও কিছু দুর্গম স্থান আছে যেখানে মানুষ যেতে পারেনি, সেই জায়গা তাদের কাছে এখনও অজানা।
এরকম একটা স্থান দক্ষিণ মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের জঙ্গল। যেখানে ৬০ কিলোমিটার ট্রেকিং করে একদল প্রত্নতত্ত্ববিদ একটা দীর্ঘ-হারিয়ে যাওয়া প্রাচীন মায়া শহর আবিষ্কার করেছে যার কোনো পূর্ববর্তী রেকর্ড নেই। এখানে পিরামিডের মতো বাড়ি, পাথরের স্তম্ভ, বলকোর্ট ইত্যাদি নানা ধরনের স্থাপত্য দেখা গেছে। এই হারিয়ে যাওয়া, ভাঙ্গা হঠাৎ খুঁজে পাওয়া শহরের নাম তারা রেখেছেন ওকমটান, যার অর্থ পাথরের স্তম্ভ । প্রাচীন মায়া সভ্যতা নিয়োআমেরিকা, যা বর্তমানে সেন্ট্রাল আমেরিকা নামে পরিচিত সেখানে হাজার দেড়েক বছর আগে অবস্থিত ছিল।
স্লোভেনিয়ান একাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড আর্টস থেকে প্রত্নতাত্ত্বিক এবং দলের নেতা ইভান স্পরাজ জানিয়েছেন, গবেষকরা এই জায়গায় কাজ করার আগে, পুরো এলাকা জুড়ে ওভারহেড LIDAR স্ক্যান করেছিলেন। এই প্রযুক্তিতে লেজার রশ্মির প্রতিচ্ছবি ব্যবহার করে পাথরের ভবনগুলো সনাক্ত করা হয়েছিল। এগুলো এমনিতে খুঁজে পাওয়া সম্ভব ছিল না, কারণ চারদিকে ঘন গাছের জঙ্গলে ঢাকা এই ৫০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত এবং ১৫ মিটার উঁচুতে বেশ কয়েকটি পিরামিডের মতো কাঠামো সহ বিভিন্ন বড় ভবনওয়ালা এই বিরাট শহর লুকোনো ছিল। যা গবেষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুঁজে পেয়েছেন।