ভান করতে শুধু মানুষই পারে এরকমটাই ভাবা হয়। আক্রমণের মুখে নানা অভিনয় করে আক্রান্ত প্রায়ই আক্রমণকারীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মূল লক্ষ্য থাকে শত্রুকে বোকা বানানো যাতে উদ্যত হত্যাকারী ভাবতে শুরু করে যে শিকারের পিছনে সময় নষ্ট করে লাভ নেই। মৃত প্রাণীকে সাধারণভাবে কোন আক্রমণকারী স্পর্শ করেনা। বীরত্বের সাথে মৃত প্রাণীকে না ছোঁয়ার রীতি জীবজগতে পুরনো। নতুন গবেষণায় খবর এসেছে যে প্রাণ সংশয় হতে পারে এমন অবস্থায় পড়লে কিছু কিছু সাপও নানাভাবে ভান করার ক্ষমতা রাখে।
সার্বিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ ভুকাসিন জেলিকা এবং সহকর্মীরা দক্ষিন ইউরোপের গোল্ডেন গ্রাড বলে একটা দ্বীপপুঞ্জের ডাইস গোত্রের ২৬৩টি সাপের উপর নিবিড় পর্যবেক্ষন চালান। এই সাপেদের বিশেষতঃ বাচ্চা সাপেদের, প্রায়ই পাখীর আক্রমনের মুখে পড়তে হয়। অল্প সময়ের মধ্যে সাপগুলি বিপদ আঁচ করতে পারলে হয়তো বা কখনও মুখ হাঁ করে বা শরীর থেকে দুর্গন্ধ বার করে, এমন কি মুখ থেকে রক্তের মতো তরল বার করে এমন ভান করে যে আক্রমণকারী ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে। এমনও ঘটে যে সাপগুলি মল দিয়ে নিজেদের ঢেকে ফেলে। জীবজগতের এই বৈচিত্র প্রাণীর আত্মরক্ষামূলক ব্যাবহার বোঝার ক্ষেত্রে নতুন পথের হদিশ দেবে বলে আশা করা যায়।
“বায়োলজী লেটারস্” পত্রিকার ৮ই মে সংখ্যায় এটি প্রকাশিত হয়েছে।